পবিত্র হাদীস শরীফ জাল বানানো নিয়ে ওহাবীদের চক্রান্ত উন্মোচন
এ বইতে আপনি যা পাবেন:
১) আসমাউর রেজাল কিতাবের বক্তব্য কাটছাট করে লা’মাযহাবীরা কিভাবে মানুষদের ধোঁকা দেয়।
২) রাবীদের ব্যাপারে প্রশংসা মূলক বিষয় গোপন করে শুধু সমালোচান তুলে ধরে।
৩) সবার জন্য রাবীদের সমালোচনা বৈধ নয়।
৪) এলাকাভেদে ইমামগনের বিভিন্ন পরিভাষার ভুল ব্যাখ্যা করে লা’মাযহাবীরা কিভাবে ধোঁকা দেয়।
৫) যারা বুখারী বুখারী যিকির করে তারা কি জানে বুখারীতেও দ্বয়ীফ সনদ আছে?
৬) কোন হাদীছ শরীফকে দ্বয়ীফ, জাল বলা সবার জন্য বৈধ নয়।
এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে উক্ত কিতাবে। আমার মতে এই সংক্ষিপ্ত বইখানা পড়লে মোটামুটি সবার পক্ষেই লা’মাযহাবীদের চক্রান্ত ধরে ফেলা সম্ভব হবে। আপনার সামনে কোন লা’মাযহাবী হাদীছ শরীফ জাল জাল করলে উচিত জবাব দিতে পারবেন।